দূরযাত্রা রিপোর্টঃ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল” জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকেলে পৌর স্টেডিয়ামে টুর্ণামেন্ট ট্রফি উন্মোচন করেন শহীদ কামাল হোসেনের স্ত্রী সাদিয়া বেগম রানী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এ ক্রিকেট টুর্ণামেন্টে ১২ টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ শাহী নাইনটি নাইন ক্রিকেট দল ও ব্রাদার্স দল এর মধ্যে অনুষ্ঠিত হয়। ব্রাদাস ক্রিকেট প্রথমে ব্যাট করতে নেমে ১২৮ রান করে। জবাবে খেলতে নেমে শাহী নাইনটি নাইন সবকটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। ৩৬ রানে ব্রাদার্স ক্রিকেট জয় পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কাওসার হোসেন। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাড. আককাস সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাদিহ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ইব্রাহিম মাহমুদ, সাব্বির হোসেন, এম.এ সাইদ ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মশিউর রহমান সহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা ও ক্রিকেট খেলোয়াররা। ঝালকাঠি বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও জাতীয় নাগরিক কমিটি এ টুর্ণামেন্টের আয়োজন করে।