কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তি প্রতিক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়।এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা । বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সোলায়মান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল লতিফ খসরু,ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।