রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ রাজাপুরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সকালে পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা চত্বরের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দুপ্রক সহ সভাপতি মুসতাকিম বিল্লাহ, দুপ্রক সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সদস্য ফারুক সিদ্দিকি, গোপাল কর্মকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।