দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি পৌরসভার ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স নবায়ন না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে জেলার ইজিবাইক লাইসেন্স মালিকেরা।
রোববার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে লাইসেন্স মালিকরা অভিযোগ করেন, অজ্ঞাত কারনে ঝালকাঠি পৌরসভার প্রায় ৬০০টি ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স নবায়ন করা হচ্ছেনা। গত একমাস ধরে তারা বহুবার পৌরসভায় গিয়ে লাইসেন্স নবায়নের জন্য আবেদন বিবেচনা করা হয়নি। কোন নীয়ম-নীতি ছাড়াই আমাদের লাইসেন্স নবায়ন না করে আবার নতুন লাইসেন্স প্রদানের ফরম বিক্রির প্রক্রিয়া চলছে। এতে বক্তব্য রাখেন ইজিবাইক লাইসেন্স মালিক মঞ্জুরুল ইসলাম, মো: শামিম শরিফ এবং নুরুল হক লস্কর।
তারা বলেন, এক ব্যক্তির নামে একাধিক লাইসেন্স নবায়ন বন্ধ রাখার অজুহাতে তাদের পৌরসভার লাইসেন্স শাখা থেকে নবায়ন না করে ফিরিয়ে দেয়া হচ্ছে। এ অবস্থায় ৬শ লাইসেন্স নবায়ন না হওয়ায় আমাদের যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি আর্থিক ভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছি। লাইসেন্স মালিকরা পৌর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে হয়রানীমূলক বলে দাবি করে দ্রুত নবায়ন প্রক্রিয়া চালুর অনুরোধ জানায় জানান।