দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত নহয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর সকালে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসোররা এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। খুনি হাসিনা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। হাসিনার ল্যাসপেন্সারদের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে নস্যাৎ করে দিব।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার হলো মানুষের জন্মগত অধিকার যা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। কিন্তু ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ও তার সহযোগীরা গত ১৬ বছরে এদেশের জনগণের ওপর গুম, খুন ও নির্যাতন চালিয়ে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে। এর বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মানবতা লঙ্ঘনকারী আওয়ামী সরকারের হাত থেকে মুক্ত করেছে। তারা আরও বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র
ব্যর্থ করে দিয়ে ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। তারা প্রশাসনের নিকট আওয়ামী লীগের হাতে সংঘটিত সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ওপর সংঘটিত নিপীড়নের নিরপেক্ষ বিচার নিশ্চিত করার জোর আহ্বান জানান।