দূরযাত্রা রিপোর্টঃ জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,বার্ধক্য ও প্রবীন সমস্যাটি আজ ব্যক্তিগত ও পারিবারিক গন্ডি পেরিয়ে সাসাজিক ও আন্তর্জাতিক সমস্যা হিসাবে পরিনত হয়েছে। কালের বিবর্তনে য্যেথ পরিবারে ভাঙ্গন ধরেছে। পাশাপাশি আর্থ সামাজিক সমস্যার ফলশ্রুতিতে আজ প্রবীণরা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত। এজন্যই প্রবীনদের মনোসামাজিক ও শারীরিক সেবাদানের প্রয়োজনে গড়ে উঠছে প্রবীণ হিতৈষী সংঘ। এ সংগঠনের মাধ্যমে প্রবীনরা উপকৃত হচ্ছে। তাই আমি এর সার্বিক সাফল্য কামনা করছি। গতকাল ২১ ডিসেম্বর সকাল ১১ টায় ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রবীণদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঝালকাঠি জেলা প্রশাসন এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি শাখার আয়োজনে ২ শত প্রবীনদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, সংগঠনের ঝালকাঠি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝনটু, সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্য বান সেন, সদস্য ডা. অসীম কুমার সাহা, ইসলামিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ্য মোঃ আবদূল কাইউমসহ আরো অনেকে।
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝনটু বলেন, আমরা সপ্তাহে দুই দিন ৬০/৭০ প্রবীনদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে থাকি। কিন্তু প্রবীনদের চিকিৎসার জন্য আমাদের ঔষধ দরকার। পর্যাপ্ত ওষুধ না থাকায় তা দেয়া সম্ভব হয়না। জেলা প্রশাসকের কাছে ঝালকাঠিতে একটি প্রবীণ হাসপাতালে জন্য আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক এ বিষয়ে আশ্বাস প্রদান করেন।