দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে সোমবার ২৩ শে ডিসেম্বর সকাল ১১টায় ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি বাসষ্ট্যান্ডে সু শৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্বে করেন ইসলামী আন্দোলন ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ আলমগীর হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, পৌর শাখার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, যুব আন্দোলন সভাপতি কারী ইব্রাহিম আল হাদী, ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মোঃ সাখাওয়াত হোসেন, ও সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন সড়কে আগের চেয়ে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। সরকারের কাছে তারা অনুরোধ করেন চাঁদাবাজি বন্ধের জন্য। বাংলাদেশের গাড়ির চেয়ে ড্রাইভার এর সংখ্যা অনেক কম এক ড্রাইভার ৮ ঘণ্টার বেশি গাড়ি চালিয়ে শরীর ক্লান্ত হয় তারা রেস্ট পায় না এর জন্য সড়ক দুর্ঘটনা বেশি হয়। পাশাপাশি সরকারের কাছে অনুরোধ করেন দক্ষ ড্রাইভার তৈরি করার। বক্তারা আরো বলেন জনগণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেয় সড়কের ৫০% দুর্ঘটনা রোধ করবো । মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন নেতারা।
দাবি গুলো হলো- দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে যথাযথ তদন্তসাপেক্ষে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ এবং ঢাকাসহ সারাদেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেল ও মেট্রোরেল) শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। সারাদেশের গণপরিবহনের মানোন্নয়ন, সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক সিস্টেমের আধুনিকীকরণ ও স্বয়ংক্রিয়করণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র, সুষ্ঠু
কর্মপরিবেশ, কর্মঘণ্টা ও নির্দিষ্ট মাসিক বেতন নির্ধারণ এবং সড়কের বিশৃঙ্খলায় আহত সব যাত্রী ও পরিবহন শ্রমিকের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে হবে। সব পরিবহন চালকদের প্রশিক্ষণ এবং পুনরায় ড্রাইভিং সংক্রান্ত পরীক্ষার মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে। বিআরটিএর সব কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সারাদেশের সব রুটের (সিটি ও আন্তঃজেলা) গণপরিবহন নিয়ে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সেবা চালু করতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহন সীমিতকরণের উদ্যোগ নিতে হবে। ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে। পরিবহন খাতে সব ধরনের চাঁদাবাজি বন্ধসহ বিআরটিএ দালালমুক্ত করতে হবে। যানজট নিরসনে বাস স্টপ ও কাউন্টার ভিত্তিক টিকিট সিস্টেম চালু ও সব রাইড শেয়ারিংয়ের নীতিমালা কার্যকরসহ সব ধরনের যাত্রী হয়রানি বন্ধ করতে হবে।
ঝালকাঠি শহরে শৃঙ্খলা আনার জন্য বাজারে অটো রিক্সা চলাচল নিয়ন্ত্রন করতে হবে বিশেষ করে অটো রিক্সার জন্য আলাদা পার্কিং জোনের ব্যবস্থা করে সেখানে গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে বাজারে রাস্তা গুলোতে অটো রাখার কারনে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এ জন্য মালবাহী যানবাহন ব্যতীত বাজারে অটো রিক্সাগুলো চলাচল নিয়ন্ত্রনে আনতে হবে।