দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নাচনমহল গ্রামের হামেদ মল্লিকের বাড়ির পেছনের বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১ হাজার টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন
অরুন দাস (৪৮), আব্দুর রহমান আরিন্দা (৪২) ও জসিম মোল্লা (৪৩)।
পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের একটি টহল দল নাচনমহল ইউনিয়নের হামেদ মল্লিকের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় পেছনের বাগানে অনটেন জুয়ার বোর্ড বসানো দেখতে পায়। সেখানে গেলে কয়েকজন জুয়ারি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে অরুন দান,
আব্দুর রহমান আরিন্দা ও জসিম মোল্লাকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, দেশের বিভিন্ন স্থান থেকে এসে নলছিটির হামেদ মল্লিকের বাড়ির পেছনের বাগানে জুয়ার আসর বসায়।