দূরযাত্রা রিপোর্ট নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ন প্রকল্প বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। ৩১ ডিসেম্বর বিকেলে উপজেলার মাটিভাঙ্গা এলাকায় শতাধিক শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামের সভাপতিত্বে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, প্রচণ্ড শীতে মানুষ যাতে কষ্ট না পায় এরজন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।