রিপোর্ট: দিবস তালুকদার, ঝালকাঠিঃ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২৫ সনের কার্য্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ হোসেন স্বাক্ষরিত তফসিলটি ৭ জানুয়ারি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।
আইনজীবী সমিতির এক বছর মেয়াদী কার্য্যনির্বাহী পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভোট গ্রহন এবং ফলাফল ঘোষনা করা হবে।
তফসিলে উল্লেখ রয়েছে যে, এ নির্বাচনের জন্য ১২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরের দিন ১৩ জানুয়ারি সোমবার খসড়া ভোটার তালিকায় আপত্তি দাখিল করা যাবে। ১৪ জানুয়ারি মঙ্গলবার খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানী ও নিষ্পত্তি করে ১৫ জানুয়ারি বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করে ১৯ জানুয়ারি রবিবার দুপুর ৩ ঘটিকার মধ্যে তা দাখিল করিতে পারবে। ২০ জানুয়ারি সোমবার অফিস চলাকালীন সময়ে নির্বাচন কমিশন সকল জমাকৃত মনোনয়ন পত্র বাছাই করবেন।
বর্নিত তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি মঙ্গলবার প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন। পরের দিন ২২ জানুয়ারি বুধবার নির্বাচন কমিশনার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরের সপ্তাহে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত টানা চার ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ঐদিনই দুপুর ৩ ঘটিকায় সমিতির ২০২৫ সালের কার্য্যনির্বাহী পরিষদের ভোট গননা করে ফলাফল ঘোষনা করা হবে বলে তফসিল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।