5 February- 2025 ।। [bangla_date]


পাসপোর্ট সত্যায়িত করতে লছিটিতে ডাক্তারের নকল সীলসহ ফার্মেসি মালিক আটক

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির নলছিটিতে বরিশাল শেবাচিমের (অবসরপ্রাপ্ত) ডাক্তার অমিতাভ সরকারের ব্যবহৃত নকল সীল তৈরী করে পাসপোর্ট ও জাতীয়পরিচয়পত্র সত্যায়িত করার অভিযোগে মিজানুর রহমান মিজান (৩৮) কে আটক করেছে পুলিশ।

৮ জানুয়ারী তাকে নলছিটি থানা সড়কে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম।
 
থানা সূত্রে জানা গেছে, বুধবার জনৈক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেলে সেখানে ওই ব্যক্তির পাসপোর্ট ও জাতীয়পরিচয় পত্রে ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে তার সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে তিনি মিজানুর রহমানের কথা বলেন। মিজানকে আটক করলে তিনি সীল ও স্বাক্ষর জালিয়াতি করে নিজেই দেয়ার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে নকল সীল উদ্ধার করা হয়। মিজানুর রহমান পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের পুত্র। তিনি থানা সড়কে একটি ফার্মেসী পরিচালনা করেন।   

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, আমার সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলেন আমি কখনো ডাক্তার অমিতাভ সরকারের কাছে যাইনি। পরে ওই ব্যক্তির কাছ থেকে মিজানুর রহমান মিজানের কথা জানতে পেরে তাকে আটক করি। তার ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
নতুন বাংলাদেশ ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে শিক্ষার্থীদের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন রিজভীর নির্দেশে রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে শাহাদাত সভাপতি, নাসিম সম্পাদক নির্বাচিত কাঠালিয়া বিএনপি নেতার মামলায় ইউনিয়ন যুবদল নেতা উচ্চ আদালতের জামিনে মুক্ত ঝালকাঠির জগদীশপুরে প্রতিভা শিল্পী গুষ্টি ও চাঁপাতলা সাহিত্য অঙ্গণ পুরস্কার বিতরণ ঝালকাঠির বিভিন্ন দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত ঝালকাঠি পৌর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন গ্রীনস্কুল ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ ঝালকাঠিতে ছারছীনা শরীফের ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির মানপাশায় বাড়িতে ডাকাতি ৪ লাখ টাকা ১০ ভরি স্বর্ণ লুট