দূরযাত্রা রিপোর্টঃ বরিশাল -খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংরি নামক স্থানে শনিবার বিকেল ৫ টার দিকে বরিশাল মুখি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে চালক সোলায়মান ফকির (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। আরোহী গুরুতর আহত হয়েছে। তবে এ রিপোর্টটি লেখা পর্যন্ত আহতের পরিচয় মেলেনি।
নিহত সোলায়মান ফকির ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নের মৃত আবুল ফকিরের ছেলে। সে ঝালকাঠি বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন এ দুর্ঘটনায় নিহতের তথ্য গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।