দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক আশরাফুর রহমান বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে এ খেলার উদ্বোধন করেন। ঝালকাঠি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওসার হোসেন, জেলা ক্রীয়া অফিসার মোঃ হোসাইন আহম্মেদ, সিনিয়ার আম্পায়ার মানিক
রায়, ঝালকাঠি জেলা কোচ আকতার উজ্জামান নয়ন সহ আরো অনেকে। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ও উ্েব্ধাধন মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যকার ম্যাচে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ১০১ রানে জয় লাভ করে। টচে জিতে সরকরি উচ্চ বিদ্যালয় প্রথম ব্যাট করে ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। পরে উব্ধোধন মাধ্যমিক বিদ্যালয় ২৫.২ বল খেলে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। বিজয়ী দলের রাকিব ৩৪রান করে, জাহিদ ৭ ওভার করে ২৪রানের বিনিময় ৫ উইকেট সংগ্রহ করে। ম্যান অফদ্যা ম্যাচ হিসেবে খেলার বলটি ৫ উইকেট জয়ী জাহিদের হাতে তুলে দেন আম্পায়ার মোঃ রুবেল খান ও পাভেল হাসান।