12 February- 2025 ।। [bangla_date]


ঝালকাঠিতে বোরো আবাদ লাভবান হচ্ছেনা কৃষকরা উৎসাহিত করতে সমলয় পদ্ধতি কাজে আসছেনা

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে বোরো আবাদে উৎপাদনের চেয়ে খরচ বেশি হওয়ায় লাভবান হতে পারছেনা কৃষকরা। এ অবস্থায় সরকার উৎপাদন খরচ কমিয়ে আনতে সমলয় পদ্ধতির উদ্যোগ নিলেও সুফল আসছেনা। ফলে বোরো আবাদে উৎসাহ হারিয়ে ফেলছে কৃষকরা।

কৃষি সম্প্রসারন বিভাগের সূত্রমতে চলতি বছর জেলায় ১৩ হাজার ৮৭০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যেই ৯ হাজার ৫৩৭ হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার কৃষক শাহআলম খলিফা। ৪০ বছর ধরে কৃষি কােেজর সাথে সম্পৃক্ত। ৫৫ বছরের এই বর্গা
চাষী শাহআলম জানান, এবার ৩০ কাঠা জমি বর্গা নিয়ে বোরো আবাদ করছেন। কিন্তু সবকিছুর খরচ মিলিয়ে উৎপাদনের পর কিছুই থাকছেনা। সেই সাথে সরকার বা কৃষি বিভাগের কাছ থেকে পাচ্ছেনা কোন সুযোগ সুবিধা। তিনি জানান, জমি তৈরী থেকে এ পর্যন্ত ৩০ কাঠায় শ্রমিক মজুরি, পাওয়ার টিলার ভাড়া, সেচ পানির টাকা, সার, চারা ক্রয় ও বীজ বপনে মোট খরচ হয়েছে ৩২ হাজার টাকা। এরপর আরো খরচতো আছেই। এতে শেষ পর্যন্ত ধান বিক্রি করে সর্বচ্চ ৪৫ থেকে ৫০ হাজার টাকা হতে পারে। একই গ্রামের কৃষক মিনারা বেগম। ২০ বছর ধরে তিনি কৃষি কাজের সাথে জড়িত। এবার ২০ কাঠা জমিতে বোরো করেছেন। তিনি জানালেন এতে কোন লাভ না হলেও শুধু বাঁচার তাগিদে কোন মতে খেয়ে থাকার জন্য করছি। বাসন্ডা গ্রামের কৃষক হারিস খলিফা এবার ৬০ কাঠা জমিতে বোরো আবাদ করার কথা জানিয়ে বলেন, ইউরিয়া ৮শ টাকার বস্তার সার এখন ১১শ টাকা। ৯০ টাকার ডিজেল এখন ১১০ টাকা। শ্রমিকতো পাওয়াই যায়না। অন্য জেলা থেকে আনা শ্রমিকদের মজুরি প্রতিদিন ১ হাজার টাকা। এখানে বদলার মজুরি ৭০০ টাকা। বিকনার কৃষক মিরাজ হোসেন বলেন, বোরো আবাদে আমাদের কোন উৎসাহ নেই। কারন এটা লস প্রজেক্ট। সরকার ও কৃষি বিভাগের কোন সহায়তা না পাওয়ায় আগামীতে নাও করতে পারি। সব কিছুর দাম বেড়ে গেছে। তিনি জানালেন আমার ১০ কাঠা জমিে আছে। গতবার কাঠা প্রতি সেচ খরচ ৬০ টাকা নিলেও এবার দিতে হচ্ছে ১০০ টাকা। এছাড়া টিএসপি ও এমওপি সারের দাম বেড়ে গেছে। খুচরা বিক্রেতারা বাড়তি দামে সার বিক্রি করলেও কৃষি বিভাগের কোন নজরদারি নেই। আপর কৃষক আলমগীর জানান, গত বছর ২১ কাঠার বোরো ধান বিক্রি করছি ৩০ হাজার টাকা। আবাদে খরচ হয়েছে ২৫ হাজার টাকা। যাদের কৃষি বিভাগ থেকে সহায়তা দেয়া হয় তাদের নাম কৃষক হিসাবে তালিকা করা হয়েছে। প্রকৃত কৃষকদের জমি থাকলেও তালিকায় না থাকায় তালিকা ভুক্তদের কাছ থেকে আমাদের সরকারি সহায়তার সার বীজ কিনতে হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্পসারন ব্যিভাগের অতিরিক্ত উপপারচালক (পিপি) মো. রিফাত সিকদার জানান, ঝালকাঠিতে বোরো আবাদে কৃষকদের উৎসাহিত করে খরচ কমাতে সরকার উদ্যোগ গ্রহন করেছে। প্রনোদনা কার্যক্রমের আওতায় জেলার সদর ও নলছিটি উপজেলার ৫০ একরে সমলয় পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে বোরো
আবাদ করা হচ্ছে। এতে শ্রমিক সংকটের সমাধান, খরচ ও সময় কম লাগে। ২০২১ সন থেকে এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। যাতে এলাকার কৃষকরা দেখে একই প্রক্রিয়ায় বোরো আবাদে উৎসাহিত হয়। তবে গত ৪ বছরে সরকারের এই উদ্যোগে মোট কত কৃষক উৎসাহিত হয়েছে এবং এজন্য বরাদ্দ টাকার পরিমান কত তা কিছুই জানাতে পারেনি কৃষি বিভাগ। চলতি বছর সমলয় পদ্ধতির আওতায় নলছিটিতে ৭২ এবং ঝালকাঠি সদরে ৫৫ জন কৃষক সহায়তা পাচ্ছে বলে জানাযায়। এ পদ্ধতির আওতায় কৃষককে বীজ বপন, চারা রোপনসহ সার সরবরাহের মাধ্যমে সহায়তা করা হয়।

ঝালকাঠি কৃষি সম্প্রসারন বিভাগের অতিরিক্ত উপপরিচালক (উধ্যান) রিয়াজ উল্লাহ বাহাদুর জানান, সমলয় পদ্ধতিতে বোরো আবাদে শ্রমিক খরচ, ধান কাটা, বীজ বপন, বীজ রোপনে সাশ্রয় হয়। কারণ এসবই হয়

যান্ত্রিক উপায়ে। এছাড়াও দূর্যোগকালীন সময়ে দ্রুত ধান কেটে সরিয়ে নেয়া সম্ভব হয় সমলয় পদ্ধতিতে। এতে কৃষক বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। তবে প্রতি বছর সমলয় পদ্ধতির প্রদর্শনী করা হলেও অধিকাংশ কৃষকদের উৎসাহিত করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তাদ্বয়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
আব্দুল আউয়াল মিনটুর সাথে নিউইয়র্ক দঃ বিএনপি সভাপতি সেলিমের সাক্ষাত পদ ফিরে পেতে মরিয়া নাসিম, সুপারিশে প্রশ্নবিদ্ধ ৩ নেতা ঝালকাঠী জেলা বিএনপি আনুষ্ঠানিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু ঝালকাঠিতে আমুর বাড়ি ও বেদখল করা জমির সীমানা দেয়াল ভাংচুর ঝালকাঠিতে আমুর বাসভবন ও দখল করা জেলা প্রশাসনের জমির সীমানা দেয়াল ভাংচুর নতুন বাংলাদেশ ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে শিক্ষার্থীদের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন রিজভীর নির্দেশে রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে শাহাদাত সভাপতি, নাসিম সম্পাদক নির্বাচিত কাঠালিয়া বিএনপি নেতার মামলায় ইউনিয়ন যুবদল নেতা উচ্চ আদালতের জামিনে মুক্ত ঝালকাঠির জগদীশপুরে প্রতিভা শিল্পী গুষ্টি ও চাঁপাতলা সাহিত্য অঙ্গণ পুরস্কার বিতরণ