দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি সদরের দক্ষিণ মানপাশা গ্রামের সাবেক প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জেল আলী খন্দকারের বসত বাড়িতে ২৬ জানুয়ারি ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে তোফাজ্জেল আলী খন্দকারের ছেলে মইন খন্দকার বলেন, ঘরের পূর্ব পাশের গ্রিল ছুটিয়ে ভেতরে ঢুকে আমার বাবাকে বেঁধে ৫/৬জনের ডাকাতদল ঘরে থাকা নগদ ৪ (চার লক্ষ) টাকা ও ১০ ভরি স্বর্ণ নিয়ে যায়। ডাকাতির ঘটনায় আমরা মামলা করব। ডাকাতরা মুখোশ পড়ে তাকায় কাউকে চেনা না গেলেও সন্দেহের তালিকায় কজন আছে। যারা আমাদের বিভিন্ন করণে অকারণে ভয়ভতী, প্রাননাশ ও দেখিয়ে দেয়ার হুমকী দিয়ে ছিল। তবে ডাকাতির ধরন দেখে বোঝা যায় এরা কোন ছিচকে নয়। পেশাদার এবং বাড়ির আশে পাশের কেউ না কেউ জড়িত থাকতে পারে। মঈন আরো জানান, আমার বাড়িতে থাকিনা। আমার বাবা একাই থাকেন। তার সাথে জমি ও মামলা নিয়ে যারা বিভিন্ন সময় বাড়ি ছাড়া করার হুমকী দিয়েছে তারাও এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্ন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর মুহিতুল ইসলাম।
এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থান পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ দায়ের করেনি । অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা সগ্রহণ করা হবে।