দূরযাত্রা রিপোর্টঃ তারুণ্যের উৎসব উপলক্ষে ২৭ জানুয়ারি সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কনফারেন্স রুমেএসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গ্রীনস্কুল ক্যাম্পইন উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় , সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুহুল আমিন । এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা একটি গ্রীন বাংলাদেশ তৈরি করতে চাই। তাই এই কার্যক্রমে আমরা তরুণদের উৎসাহিত করছি। আমরা এক লাখ গাছের চারা রোপন করব।