দূরযাত্রা রিপোর্টঃ ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্মো হাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঝালকাঠিতে ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জমইয়াত যুব আইম্মাহ ও ছাত্র হিযবুল্লাহর আয়োজনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান মেহমান হিসাবে ওয়াজ নসিহত করেন,আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (রতিভা)পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ।
এসময় তিনি বলেন,বাবা অলি গাউস ছিলেন,এখন বহু লোক সেই খেয়ালে চলছেন। নাম লিখলে পীর হওয়া যায় না। ছারছিনা দরবার শরীফ এই শিক্ষা দেয়নি। আত্মশুদ্ধি করে আল্লাহ্ওয়ালা হও। আত্মশুদ্ধি না থাকলে পথপুষ্ট হবে।
বাংলাদেশ জমইয়াত হিযবুল্লাহর ঝালকাঠি জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুর কাইউম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বরিশার কশাই মসজিদের খতির মির্জা নুরুর রহমান বেগ, ছারছীনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমি আফসারিসহ বুজুর্গ ওয়াজ নসিহত করেন। পরে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।