দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি শহরের সাথে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পৌর খেয়াঘাটে ট্রলার মাঝিদের বাড়তি ভাড়া আদায় ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার দাবী করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পোনাবালিয়া ইউনিয়নের প্রবীন ব্যক্তি মো. আইউব খান। তিনি এতে অভিযোগ করেন, মাঝিরা সিন্ডিকেট গঠন করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আগে জনপ্রতি ভাড়া ছিল ৫ টাকা, যা হঠাৎ ১০ টাকায় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মালামাল ও মোটরসাইকের জন্যও দ্বিগুণের বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাঝিরা যাত্রীদের আপত্তি উপেক্ষা করে খারাপ আচরণ ও হুমকি দিচ্ছে। সন্ধ্যার পর ট্রলারের সংখ্যা কমিয়ে দেয়ায় পাড়াপাড়ের অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া খেয়াঘাটে শিশুদের দিয়ে ট্রলার চালানোর ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে চলছে। বিগত ১৫/১৬ বছর ধরে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী হিসেবে পরিচিত মাঝিদের এই চক্রটি খেয়া ঘাটের পাশেই একটি সমিতি ঘর নির্মান করে সেখানে তার দেশীয় অস্ত্র মজুদ করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।
সম্প্রতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিরীহ এলাকাবাসীর উপর এসব অত্যাচারের প্রতিবাদ করলে এই চক্রটি তাদের উপরেও সন্ত্রাসী হামলা চালায়। তাই এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং খেয়াঘাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষনা দেন সংবাদ সম্মেলনে।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পোনাবালিয়া ইউনিয়নের সন্তান এপিপি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাবেক চেয়ারম্যানের পুত্র আজম খান, সমাজকর্মী মল্লিক মো. শাহ আলম।