13 March- 2025 ।। [bangla_date]


ঝালকাঠি সদর হাসপাতাল প্রাঙ্গনে পরিস্কার কার্যক্রমের উদ্বোধন বক্তব্য রাখছেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান -দূরযাত্রা।

ঝালকাঠির বিভিন্ন দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

দূরযাত্রা রিপোর্টঃ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেব ২৯ জানুয়ারি ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সহযোগিতায় সদর হাসপাতাল, ঝালকাঠি প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রুহুল আমিন স্যার। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন জনসমাগমস্থল পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিচালিত হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে জিরো ওয়েস্ট ব্রিগেড নামে ৩০ সদস্যের একটি বিশেষ দল গঠনের কথা উল্লেখ করেন, যারা শহরের পরিচ্ছন্নতা রক্ষায় নিরলস ভাবে কাজ করছে। তিনি হাসপাতাল ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং এ কার্যক্রম যেন এককালীন উদ্যোগে সীমাবদ্ধ না থাকে, বরং নিয়মিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, যে প্রত্যেক নাগরিক যদি নিজের আঙিনা ও কর্মস্থল নিজেই পরিষ্কার রাখে, তবে আমাদের প্রিয় ঝালকাঠি একদিন দেশের অন্যতম পরিচ্ছন্ন জেলা হয়ে উঠবে। এ উদ্যোগকে সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান, যাতে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্যগত দিক থেকেই নয়, নান্দনিক ও পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রমকে একটি নিয়মিত অভ্যাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
সাবেক সেনা সদস্য হত্যা ও আলামত উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠি পুলিশ সুপার কাজ সমাপ্তির আগেই আমুকে দিয়ে উদ্বোধন দেড় বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ভবন ব্যস্ত সময় পার করছে নলছিটির মুড়ি কারিগররা ঝালকাঠির সন্তান  ড.জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন ঝালকাঠিতে ঘর থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঝালকাঠি শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন লস্কর বিস্ফোরক মামলায় গ্রেফতার ঝালকাঠি এলজিইডির  হিসাব রক্ষক রশিদকে বদলির প্রতিবাদে মানববন্ধন করানোর অভিযোগ শেখ মুজিব আত্মসমর্পন করার পর জিয়াউর রহমান ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন ভবিষ্যৎ বাংলাদেশকে ৭১ ও ২৪ এর চেতনায় বিনির্মান করতে হবে -জাসদ সভাপতি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝালকাঠি জেলা প্রশাসক ও ব্যবসায়ীদের সঙ্গে ক্যাবের বৈঠক