দূরযাত্রা রিপোর্টঃ এবার রাজাপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নাসিম আকনের সব পদ সাময়িক স্থগিত করলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।
২ ফেব্রুয়ারি তার স্বাক্ষরিত এক চিঠিতে নাছিমের সকল সদস্য পদ স্থগিতের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ও রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিম আকনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারায় জেলা বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য এরআগে নাছিম আকনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভংঙ্গের অভিযোগে গত ২৫ জানুয়ারি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও আহ্বায়ক সৈয়দ হোসেন স্বাক্ষরিত পৃথক অপর এক চিঠিতে নাসিমের রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়।