দূরযাত্রা রিপোর্টঃ বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিনটু সাথে নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম একান্তে আলোচনা করেছেন। সম্প্রতি তিনি দেশে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে দেশে ফিরে সেলিম রেজা তার নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়ায় ৩১ দফার প্রচারে জনসাধারনের কাছে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষনা করেন। তিনিসহ মো. রফিক হাওলাদার, কর্নেল (অব:) মোস্তাফিজুর রহমান, ড. জাকারিয়া লিংকন ও গোলাম আযম সৈকতের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হবে বলে জানাগেছে।