রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ প্রথম দিন কাঠালিয়ার পর গতকাল দ্বিতীয় দিন ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসুচীতে ব্যাপক সাড়া পড়েছে।
উপজেলায় নিউইয়র্ক দঃ মহানগর বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান, ড. জাকারিয়া লিংকন ও ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকতের নেতৃত্বে লিফলেট বিতরণ করেছেন। ১২ ফেব্রুয়ারি সকালে রাজাপুর উপজেলার ইউনিয়ন সমূহে, সড়ক, হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়াও উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, জাতীযতাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই দেশবাসির প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করে ছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন
রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। নেতৃবৃন্দ বলেন, ৩১ দফায় যুবদের বেকার ভাতা, কৃষকদের ন্যায্যমূল্যে উৎপাদিত ফসল বিক্রয়, গরীব
পরিবারের জন্য পেমিলি কার্ড, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোসহ আমুল পরিবর্তনের কথা বলা হয়েছে।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি সুন্দর দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।