দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠি পাসপোর্ট অফিস ও পার্শবর্তি এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জানুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।
আটকৃতরা হলো কৃষ্ণকাঠি এলাকার আলাউদ্দিন এর ছেলে সাব্বির, ঝালকাঠি সদরের তারুলী এলাকার রুস্তম হাওলাদারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম এবং
কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে মোঃ কাওছার। এরা সবাই দালাল চক্রের সদস্য। এছাড়াও পাসপোর্ট অফিসে কর্মরত ৩ আনসার সদস্যকে দালালদের সহায়তাকারী হিসেবে সনাক্ত করেছে দুদুক। এ প্রসঙ্গে দুদক কর্মকর্তারা বলেন, তিন আনসার সদস্য আমাদের জানান সহকারী পরিচালক তৌহিদ উল আরিফ প্রতি পার্সপোর্টে ১২শত টাকা করে নেয় । এবিষয়ে সহকারী পরিচালক তৌহিদ উল আরিফ বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। আমি কোন দুর্নীতির সাথে জড়িত নই। অফিসে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম আটক তিন ব্যক্তির মধ্যে মোঃ কাওছারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন এবং বাকি দুই
জনকে লিখিত মুচলেকা রেখে ছেড়ে দেন। এছাড়া আনসার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়।