দূরযাত্রা রিপোর্টঃ রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ঝালকাঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার আহমেদের সভাপতিত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সভা সভা করেছে ক্যাব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলঅ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন ক্যাব ঝালকাঠি কমিটির সিনিয়র সহ-সভাপতি মু আল-আমীন বাকলাই। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিগত দিনে ক্যাব ঝালকাঠিতে দুই মাস জেলা প্রশাসনের নির্দেশে সুলভ মূল্যের দোকান পরিচালনা করেছে। রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলে পুনরায় একই উদ্যোগ নিবে ক্যাব। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে দেশে কোন রাজনৈতিক নেতা বা বড় ভাই কিংবা চাঁদাবাজ নাই। তাই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে থাকা উচিত। বর্তমানে বাজারে সয়াবিন তেলের ঘাটতি রয়েছে। রমজানে দিনের বেলা দোকান পাট খোলা রেখে প্রকাশ্যে বিড়ি সিগারেট চা ইত্যাদি খাওয়া রোধে উদ্যোগ নেয়া দরকার। জবাবে ব্যবসায়ী নেতা খোকন লাল ব্রহ্ম বলেন, বাজারে বর্তমানে কোন দ্রব্যের ঘাটতি নাই। সোয়াবিন তেল ঝালকাঠিতে পৌঁছে গেছে। দুই একদিনের মধ্যেই খুচরা বাজারে এসে যাবে। ক্যাপ সভাপতি ইলিয়াস শিকদার ফারহাদ বলেন, ঈদের সময়ে ভাড়া বাড়িয়ে লঞ্চ স্টিমার এবং বাসে যাত্রীদের হয়রানি করা হয়। এ বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখা দরকার।
জেলা প্রশাসক তার বক্তব্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের সহযোগীতে আশা করেন। তিনি বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের রমজানে কোন দ্রব্যের ঘাটতি নাই। কেউ কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি করে ভোক্তাকে হয়রানি করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। বাস ভাড়া, লঞ্চ ভাড়া ও হয়রানি বন্ধের জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। দিনের বেলা প্রকাশ্যে পানাহার বন্ধ রাখার জন্য তিনি আহ্বান জানান হোটেল রেস্তোরাঁ মালিকদের। আগামী ২৮ শে ফেব্রুয়ারি জেলা প্রশাসন, ব্যবসায়ী ও ক্যাব কর্তৃক একটি ন্যায্য মূল্যের দোকান ঝালকাঠিতে খোলা হবে। যেখান থেকে চাল, আটা, তেল, ডাল,
ডিম, বয়লার মুরগী, চিড়া, বেসন ইত্যাদি সহ ১৩ টি আইটেম সুলভ মূল্যে পাওয়া যাবে। বাজার মনিটরিং করার জন্য ৭ সদস্যের একটি কমিটি নিয়ে গঠন করা হয় যার নেতৃত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার আহমেদ।