দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জেলা কমিটির উদ্যেগে ২ ফেব্রুয়ারি বিকেলে শহরের কাঠপট্টি জেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্টিত হয়।
১৯৭১ সালে ২রা মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতর পতাকা উত্তোলন দিবস পালনে এ আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়ার সহ-সভাপতি মোঃ আব্দুস সোবাহান মাষ্টার, সহ-সভাপতি মোঃ মুজিবুল হক, বরিশাল জেলা কমিটির আহবায়ক মোঃ আবুল হোসেন খান, ঝালকাঠি জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদার, ঝালকাঠি সদর উপজেলার সভাপতি মোঃ মিজান তালুকদার, নলছিটি উপজেলা কমিটির মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান এবং রাজপুর উপজেলা কমিটি সভাপতি রাজন মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মোল্লা, মোঃ গোফরানসহ জেলা উপজেলার দলীয় নেতৃবৃন্দ। সঞ্চালচনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার।
সভাপতির ভাষনে আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বলেন, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব। আমরা ২রা মার্চ ১৯৭১ সালের পতাকা উত্তোলন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। কেননা স্বাধীনতা যুদ্ধে নতুন বাংলাদেশের পতাকা উত্তোলন মুক্তিকামী মানুষকে আরো সাহস যুগিয়ে ছিলো। সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ছিলো। ১৯৭২ সাল থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জনগনের দাবী নিয়ে রাজপথে আন্দোলন করে আসছি। জেএসডির সভাপতি আ.সম. আব্দুর রব ১৭ফেব্রুয়ারি ২০২৩ সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমারা আবারও স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার বিজয় যেকোন মূল্যে ধরে রাখতে পারি এজন্য আমারা আমাদের দলকে সুসংগঠিত করার আহবান জানাচ্ছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আত্মসাৎ করেছিল তাদের বিরুদ্ধে লড়াই আজ দ্বিতীয় মুক্তিযুদ্ধেও রুপ লাভ করেছে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে ৭১ ও ২৪ এর চেতনায় নির্মান করতে হবে। আমরা চাই দেশবাসী শান্তিতে বসবাস করুক, দুই বেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করুক। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রনে আনতে হবে। প্রতি নিয়ত হু হু করে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, যারা দেশের সম্পদ লুট করেছেন, বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন তাদের প্রত্যেকে বিচার এই সরকারের আমলেই করার জন্য আহবান জানাচ্ছি। আমার প্রিয় দেশ দুই বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা যেনো কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ জানান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কর্তৃক ঘোষিত ১০ দফা বাস্তাবায়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আসুন, বিদ্যমান ঔপনিবেশিক ও ফ্যাসিবাদী শাসন শোষন ও নির্যাতনের বিপরীতে ছাত্র জনতার আকাঙ্খাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লড়াইয়ে শরিক হই। দেশবাসী শান্তিতে থাকুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।