দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক রশিদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও কমিশন বানিজ্যের মাধ্যমে রাতারাতি বিপুল অর্থ সম্পাদের মালিক হবার অভিযোগ রয়েছে । একটি ঠিকাদার সিন্ডিকেটের সহায়তায় তিনি এখানে থেকে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই অবস্থায় তাকে রাজাপুর এলজিইডি অফিস থেকে ২০২১ সনে ঝালকাঠি এলজিইডি কার্যালয়ে বদলি করা হয়। অভিযোগ রয়েছে ঝালকাঠিতে চাকুরী কালীন সময় একটি সিন্ডিকেটের মাধ্যমে তিনি এখানে শক্ত ঘাটি গড়ে তোলেন। বিষয়টি অবহিত হলে তাকে পুর্বের কর্মস্থল রাজাপুরে পুনরায় বদলি করা হয়। গত ৫ফেব্রুয়ারি তিনি ঝালকাঠিতে যোগাদান করেন।
কিন্তু এলজিইডি প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে রশিদের পদে মো:সাইফুল ইসলামকে যোগদানের অদেশ দেওয়া হয় । ৩মার্চ প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান ২৩১৫ স্মরকে সাইফুল ইসলামকে যোগদানের এই অদেশ দেন।
৫ মার্চ মঙ্গলবার সকালে হিসাব রক্ষর সাইফুল ইসলাম তার পদে যোগদান করতে আসার কথা শুনে রশিদ তার স্বজন এবং এলাকার কিছু লোক জন নিয়ে মানববন্ধনের কর্মসূচি দেয়।
এসময় সেখানে বিএনপি, জামায়াত , আওয়ামী লীগের কজন নেতাকর্মীদের রসিদের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। কিছু সময় যেখানে ব্যানার নিয়ে সহঅবস্থান করে সাইফুলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে ঘটনা স্থান থেকে চলে যায় তারা।
এ বিষয়ে হিসাব রক্ষক মোঃ আব্দুল রশিদ বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর এক আদেশে আমার কর্মস্থলে আর এক জনকে দিয়েছে আমি তা জানি। তবে আমি কোন আদেশ এখন পর্যন্ত হাতে পাইনি। অফিসের সামনে কারা সাইফুলের বিরুদ্ধে মানববন্ধন করেছে তা আমার জানা নাই। এবিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমি গতকাল মঙ্গলবার ঝালকাঠি এলজিইডিতে যোগদান করতে এলে রশিদের লোকজন আমাকে বাঁধা দেয়। তখন সদর উপজেলা প্রকৌশলী বাকিউল্লা স্যার বলেন, তুমি
বাসায় গিয়ে থাকো, এটা সমাধানের চেষ্টা করছি। এসময় আমি রশিদের সাথে দেখা করলে তিনি বলেন, আমার বাড়ি এখানে আপনি কেন এসেছেন। এটা আপনি অন্যায় করেছেন। আমি এখানের মানুষ। আপনি এখানে চাকুরী করতে পারবেন না।
এবিষয়ে ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশমলী শহিদুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর এক আদেশে হিসাব রক্ষক পদে সাইফুল ইসলামের ঝালকাঠিতে বদলির আদেশ গ্রহণ করা হয়নি। কারন তার বিরুদ্ধে ঠিকাদারা অনিয়মের অভিযোগে বুধবার সকালে আমার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। হিসাব রক্ষক আব্দুর রশিদ আমার দপ্তরে কর্মরত আছে।