দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লস্কর সাইদুর রহমান তুহিনকে গত ৪ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামী তুহিনকে হাজির করা হলে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।তুহিনের আরেক ভাই জেলা আওয়ামীলীগের সদস্য ও বিনা ভোটের সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আসিফুর রহমান দিপু লস্কর পলাতক রয়েছে। ২০২৪ এর ৪ ও ৫ আগষ্ট ছাত্র জনতার মিছিলের উপর হামলার ঘটনায় এরা দুজনই জড়িত ছিল। যার ভিডিও প্রশাসন, সাংবাদিক, গোয়েন্দা বিভাগ ও পুলিশের কাছে রয়েছে। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর এরা দুভাই ঝালকাঠির নিস্ক্রিয় এক বিএনপি নেতার আত্মিয় হওয়ায় প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা গেছে তাদের। এরপর সেনাবাহিনী মাঠে এলে দিপু লস্কর পালিয়ে গেলেও তুহিন ছিল
ঝালকাঠিতেই। পুলিশ ও ছাত্র জনতা এর আগে একাধিকবার তুহিনকে ধরতে অভিযান চালালেও সে গা ঢাকা দিয়ে ছিল। বিগত স্বৈরাচার সরকারের প্রভাব খাটিয়ে তুহিন ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকার ভিপি সম্পত্তি ভূয়া জাল জালিয়াতির দলিল তৈরী করে জবর দখলের চেষ্টা চালায়। তার সাথে কজন চিহ্নিত জালিয়াতি চক্রের সদস্যদের নিয়ে সিন্ডিকেট করে ভূয়া কাগজপত্র আদালতে দাখিল করে। পরবর্তিতে ভিপি আপীল ট্রাইব্যুনাল আদালতে তা জাল প্রমানীত হলে এই প্রতারক জাল জালিয়াতি চক্রের হোতা তুহিনের ভূয়া ডিক্রী আদালত বাতিল করে ভিপি বহাল রাখা হয়। স্বৈরাচার সরকার পতনের পরেও গ্রেফতার হওয়া তুহিন সেই ভিপি সম্পত্তি নিজের সম্পত্তি জবর দখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। তুহিনের এসব অপকর্মের কারণে তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
আদালতে দেয়া পুলিশের বর্ননায় উল্লেখ করা হয়, ২০২২ সনের ২২ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির ইউসুফ আলী কমিশনার সড়কের অফিসে আসতে শুরু করে নেতাকর্মীরা। সকাল অনুমান ১১ টার দিকে সন্দিগ্ধ গ্রেফতার করা আসামী তুহিন ও এজাহারের অন্য আসামীরা বিএনপি অফিসে জোরপূর্বক প্রবেশ করে নেতাকর্মীদের উপর জীবন নাশক অস্ত্র এবং ককটেল হামলা চালায়। এ সময় দা রামদা চাইনীজ কুড়াল নিয়ে আসামীরা হামলা ভাংচুর চালিয়ে ৫টি ককটেল বিস্ফোর ঘটিয়ে বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে পুলিশ লিখিত বর্ননায় উল্লেখ করেছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় বিস্ফোরক আইনে পেনাল কোডের ধারায় মামলটি দায়ের করা হয়েছে। ঝালকাঠি শহর ছাত্রদলের সদস্য সচিব সুমন
মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ তুহিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার অপর ভাই দিপু লস্করের সন্ধান সহ বিভিন্ন জাল জালিয়াতিসহ ৫ আগষ্টে ছাত্র জনাতার উপর হামলার চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।