9 May- 2025 ।। [bangla_date]


ঝালকাঠিতে শহীদ কণ্যাকে দেখতে এসে জামায়ত আমির সরকার জনগনকে সাথে নিয়ে কোরানের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করবে এমনটা প্রত্যাশ-ডা.শফিকুর রহমান

ঝালকাঠি প্রতিনিধিঃ জেলা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়। তারা জাতির সম্পদ। তাই তাদের পাশে থেকে জামায়াত ইসলামী নৈতিক দায়িত্ব পালন করবে। ২০০৯ থেকে ২০২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত সকল জালিমদের বিচার নিশ্চিত করতে হবে। আমার এই খুনীদের সর্বচ্চ শাস্তি কামনা করছি। শুধু তাই নয়। খুনের নির্দেশদাতা ও বাস্তবায়নকারিদের বিচার নিশ্চিত করতে হবে। ঝালকাঠির শহীদ সেলিম তালুকদার তার বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি দেশ বাচাঁতে বুক পেতে দিয়েছেন। সকল শহীদদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনা করেন। শহীদ সেলিমের নবজাতক কণ্যার নাম সাইফা সেলিম রাখার কথা জানিয়ে বিয়ে পর্যন্ত তার সব দায়িত্ব নেয়ার ঘোষনা দেন সরকার জনগনকে সাথে নিয়ে কোরানের ভিত্তিতে একটা কল্যাণ
রাষ্ট্র গঠন করবে। এই কমানা আমাদের। শহীদ কণ্যা রোজকে দেখতে এসে প্রেসক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে এক সংক্ষিপ্ত বক্তব্যে আমির এসব কথা বলেন। ১৭ মার্চ বেলা ১২ টার দিকে হেলিকপ্টারে ঝালকাঠিতে আসেন তিনি।

জেলা জামায়েতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ড. ফয়জুল হক, জেলা সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুর রহমান, নায়েবে আমির এ্যাযভোকেট বিএম আমিনুল ইসলাম, শহীদ সেলিমের বাবা সুলতান তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহীদ কণ্যাকে দেখতে শহরের কবিরাজ বাড়ি এলাকার সেলিমের শশুরের বাসায় যান। সেখানে তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও তাদের খোঁজ খবর নেন এবং নবজাতক শহীদ কণ্যাকে কোলে নিয়ে দোয়া করেন। এসময় দলের পক্ষ থেকে পরিবারের সদস্যদের ঈদ উপহার এবং সেলামি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠিতে কারারক্ষী পদে স্বাস্থ্য পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ নার্সিং ডিপ্লোমাকে স্নাতকের দাবিতে ঝালকাঠির পাশা নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ধর্ম বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়কসহ নেতৃবৃন্দের অভিযোগ ঝালকাঠি সুগন্ধা নদী থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার ১৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল উদ্বোধনের দেড় বছরেও চালু হয়নি ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের লিডার বেসিক কোর্স উদ্ধোধন রাজাপুরে পদ স্থগিত নেতা নাসিমের বিরুদ্ধে এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংকেতের অপেক্ষায় ঝালকাঠির কাউন্সিল, দিনক্ষণ ঠিক না হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ঝালকাঠিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ২০ লাখ টাকার চেক প্রদান ঝালকাঠিতে কেন্দ্রে নকল ও সহায়তা করায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার ১৩ শিক্ষকের অব্যাহতি