3 April- 2025 ।। [bangla_date]


নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ চিকিৎসক দিয়ে চলছে ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা

মো. শাহীন আলম, ঝালকাঠিঃ চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে নলছিটি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট  স্বাস্থ্য কমপ্লেক্সে। ২১ পদের বিপরীতে ডেন্টাল সহ মাত্র ২ জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। তাছাড়া সার্জারি চিকিৎসক না থাকায় দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। আধুনিক যন্ত্রপাতিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।

দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার দুই লক্ষ্যাধিক জনগণের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক সংকটে হাসপাতালে মিলছে না কাঙ্খিত সেবা। সিজারিয়ান সেকশনসহ অন্য অপারেশনের জন্য রোগীদের  ছুটতে হচ্ছে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। 

ফলে দূর-দূরান্ত থেকে আসা এসব রোগীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। নলছিটি উপজেলার এটি ৫০ শয্যার  হাসপাতাল। এ হাসপাতালে বর্তমানে মেডিকেল অফিসার ও ডেন্টাল পদ ২১ থাকলেও তার বিপরীতে কর্মরত রয়েছেন ২ জন। জুনিয়র কনসালটেন্ট পদে ১০ জন থাকলেও তার বিপরীতে মাত্র ৩ জন কর্মরত রয়েছেন। 

এ উপজেলা থেকে জেলা সদরে আসতে নৌপথ ব্যবহার করতে হয়। দিনের বেলা ভোগান্তি নিয়ে রোগী আনা-নেয়া করা হলেও রাতে জেলা সদরে আসার কোনো ব্যবস্থা নেই। নলছিটি থেকে বরিশালের দূরত্ব বেশি হওয়ায় সেখানে যেতেও অনেক খরচ ও সময় লেগে যায়। এতে উপজেলার মানুষ চরম ঝুঁকিতে আছেন।

হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসক না থাকায় অনেক সমস্যায় পড়তে হচ্ছে। ক্লিনিক বা বরিশাল হাসপাতালে ছুটতে হচ্ছে। এতে বাড়তি অর্থ খরচ হচ্ছে। তাছাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই। সবচেয়ে বড় সমস্যা হলো সার্জারি চিকিৎসক না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে এতগুলো বিভাগ চালানো কষ্টকর। আশাকরি দ্রুত এটার সমাধান হবে বলে জানান নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন।

ঝালকাঠি সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট সম্পর্কে বলেন, তিনি চলতি মাসের ৯ তারিখে দায়িত্ব নিয়ে উপজেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সের খোঁজ খবর নিয়েছেন এবং প্রতিটি স্থানে চিকিৎসক সংকট আছে। যেখানে মাত্র একজন মেডিকেল অফিসার দিয়ে নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হচ্ছে। তিনি বিষয়টি বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অবহিত করেছেন এবং দ্রুত সমাধানের জন্য মহাপরিচালক (স্বাস্থ্য) বরাবর আবেদন করবেন বলে জানিয়েছেন। তার আশা, শিগগিরই সমস্যার সমাধান হবে। বিশেষজ্ঞসহ গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূন্যপদ গুলো দ্রুত পূরণ করে চিকিৎসার মানোন্নয়নে গুরুত্ব দিবেন কর্তৃপক্ষ প্রত্যাশা উপজেলাবাসীর।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
গরীব মানুষের মাঝে সিটি ক্লাব ও পাঠাগার এর ঈদ সামগ্রী বিতরণ। দ্রুত ট্রাফিক পুলিশের হস্তক্ষেপ কামনা ঝালকাঠিতে নিয়ন্ত্রণের বাইরে অবৈধ ট্রাক ট্রলি, দানবীয় রুপে চলছে প্রকাশ্যে অবশেষে তত্ত্বাবধায়ক শামিমকে খাগড়াছড়ীতে বদলী, জনমনে স্বস্তি, দুদকের তদন্ত অব্যাহত ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ দেশি সিগারেট জব্দ ঝালকাঠি সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষার্থীদের আর্থিক অনুদান ঈদ বস্ত্র বিতরণ করে এমপিও ভূক্তির আশ্বাস জেলা প্রশাসকের সাবেক মন্ত্রী আমু তার কথিত কন্যা সুমাইয়া শ্যালিকা মেরীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা জীবা খানের সাথে সৌজন্য সাক্ষাত ড. জিয়া উদ্দিন স্বপনের তত্ত্বাবধায়কের অবহেলায় ঔষধ সংকটে ঝালকাঠি সদর হাসপাতাল, চিকিৎসক সংকটে সেবা ব্যাহত নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ চিকিৎসক দিয়ে চলছে ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা অভাবের সংসারে হাল ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ রায়হান