দূরযাত্রা রিপোর্টঃ সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক ও ঈদ বস্ত্র বিতরণ করেন ঝালকাঠি জেলা প্রসাশক মোঃ আশরাফুল রহমান। গতকাল সকাল ১১ টার দিকে বিদ্যালয়ে এই কর্মসুচিতে প্রধান অতিথির সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্নী মাহফুজা খানম এই উপলক্ষে এক আলোচনা সভায় সভাপত্বিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ শিশুদের অনুদান ও ঈদ বস্ত্র প্রদান যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবার পর এটাই আমার প্রথম অনুষ্ঠান। এইজন্য আমি নিজেকে ভাগ্যবান ও গর্বিত মনে করছি। আল্লা আমাদের সুস্থ রাখায় এই বিশেষ শিশুদের জন্য সেবা করার সুযোগ পেয়েছি। এইজন্য আল্লার কাছে শুকরিয়া আদায় করছি। সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যাক্তিদেরও এই বিশেষ শিশুদের সহয়তায় এগিয়ে আসা উচিত। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি এই বিদ্যালয়টি এমপিও ভূক্ত হতে সর্বাত্মক সহযোগিতা করবো।
অনুষ্ঠানে ৩৬ টি বিশেষ শিশুকে ২ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। একই সাথে প্রধান শিক্ষক লুৎফুন্নেছা ও তার ছেলে বিশিষ্ট সমাজ সেবক সাফাত আমান এবং তার কজন বন্ধুর সহায়তার ৭০ শিশুকে ঈদের পোশাক দেওয়া হয় । এর আগেও বিদ্যালয়ের আরো ২৫ শিশুকে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুৃর রহমান পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এবং তার সহধর্মিনী মহিলা ক্লাবের সভাপতি মাহফুজা খানমকে ফুলের শভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার,বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ও এপিপি মুুুন্সি রেজাউল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। ঈদের আগে নতুন পোষাক এবং অনুদানের টাকা পেয়ে শিশু এবং অভিভাবকরা খুশি হয়ে জেলা প্রশাসক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কতৃজ্ঞা প্রকাশ করেন।