দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির ঐতিহ্যবাহী সমাজসেবামূলক সংগঠন সিটি ক্লাব ও পাঠাগার অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ২৯ শে মার্চ বেলা এগারটায় সিটি ক্লাব ও পাঠাগার এর কার্যালয়ে পাঠাগারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক অলক সাহা, হেমায়েত হোসেন হিমু,আজীবন সদস্য অধ্যাপক কামরুল ইসলাম মিলন, নবনির্বাচিত কমিটির সভাপতি গৌতম সরকার বাবু, সহ-সভাপতি কাজী খলিলুর রহমান ,সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান ফরহাদ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক জাকির গাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিকান্দার হোসেন খান, দপ্তর সম্পাদক এস,এম,মাসুদ পারভেজ, ক্রীড়া সম্পাদক মিলন হাওলাদার , সমাজ সেবা সম্পাদক ইসমাইল হোসেন, কার্যকারি সদস্য ফারুক হাওলাদার, উদয় শঙ্কর দাস, সাঈদ হোসেন সহ ক্লাবের আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণের পূর্বে সংগঠনের সভাপতি, গৌতম সরকার বাবু বলেন, আমরা এরকম কর্মসূচি ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৪০ বছর ধরে করে আসছি, পাশাপাশি মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার আছি এবং এসব সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ সচেতনতা বৃদ্ধি করব।
সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না বলেন, সিটি ক্লাব ও পাঠাগার এর সমাজ সচেতনতার কার্যক্রম অব্যাহত থাকবে, সেই সাথে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ সামগ্রী বিতরণ শুরু করেন।