দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির বিনয়কাঠি ইউনিয়নে ডাকাত সন্দেহে পাহারত অবস্থায় মানপাশা গ্রাম থেকে ২ এপ্রিল মাসুদ সরদার (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। মাসুদ পরমহল গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।
এলাকাবাসি জানায় মানপাশা মনটু খোন্দকারের বাড়িসহ বিনয়কাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি সংগঠিত হয় বেশ কিছু দিনের ব্যবধানে। কিন্তু আজ পর্যন্ত কোন ডাকাত ধরা পরেনি। তাই গ্রামবাসির তৎপরতায় পাহারা বসিয়ে ডাকাত ধরতে সন্দেহজক ব্যক্তিদের গতিবিধি খেয়াল করা হচ্ছিল। এরই ধরাবাহিকতায় এ দিন রাত সাড়ে ১২ টার দিকে মাসুদ মটর সাইকেল নিয়ে একাধিকবার এলাকায় প্রবেশ করে ঘোরাফেরা করায় তাকে ধরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঝালকাঠি সদর থানার এসআই মো. ফয়সাল ঘটনাস্থলে এলে রাত ৩ টার দিকে তার কাছে মাসুদকে হস্তান্তর করা হয়। এলাকাবাসি আরো জানায় মাসুদের মোবাইল ফোনে বিভিন্ন ফলের নামে অনেক মোবাইল নম্বর সেইফ করা আছে। সে তার সৎ মায়ের হাত কাটা মামলা সহ এলাকার একাধিক চুরি
মামলার আসামী। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এলাকার ডাকাতির সব খবর পাওয়া যাবে। তাকে আটক করে থানায় নিয়ে যাবার পর নবগ্রাম এলাকার বিএনপির এক নেতা ছারিয়ে নিতে তদবীর করেছে বলেও জনায় এলাকার লোকজন। তবে এ বিষয়ে গগন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মো. ফয়সাল জানান এলাকায় মাসুদের বিরুদ্ধে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই তাকে এলাকাবাসি ধরার পর আমি গিয়ে মাসুদকে নিয়ে এসে থানায় হস্তান্তর করেছি।
ডাকাতি সন্দেহে মাসুদকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, একটি চুরি মামলায় মাসুদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।