দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের ৮নং গৌরি পাশা এলাকায় গত ৩০ মার্চ দুপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র একই পরিবারের স্বামী স্ত্রী সন্তান সহ আহত ৩।
প্রতিপক্ষের হামলায় আহত জহির মল্লিক বলেন দীর্ঘদিন ধরে পুকুর নিয়ে বিরোধ চলে আসছে । সেই পুকুরে প্রতিবেশী আব্দুল ছালাম মল্লিকের ছেলে রানা মল্লিক লোকজন নিয়ে মাছ ধরতে যায়। আমরা তাতে বাধা দিলে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমি সহ আমার স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ে মিসকাতুল জান্নাত ওরফে জান্নাতি গুরুতর আহত হয়।
হামলাকারীরা আমার মেয়ের গলার চেইন নিয়ে যায়। স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্বার করে নলছিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে রেফার করে। আমার মেয়ের মাথায় আঘাত করে তারা জামা কাপড় ছিঁড়ে ফেলেছে।
আমি নলছিটি থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। হামলাকারীরা অনেক প্রভাবশালী এবং তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি আমার পরিবারের উপর হামলার বিচার চাই।