দূরযাত্রা রিপোর্টঃ গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (০৭ এপ্রিল) সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসরালী গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র- জনতা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। এ কর্মসূচি থেকে কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় । সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান। ঝালকাঠি শহর ঘুরে দেখা গেছে তৌহিদী জনতার মাঝে ক্ষোভ প্রকাশ এবং সড়কে বিভিন্ন স্থানে লিখনীর মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে ঘৃনা প্রকাশ করা হয়। সবার মাঝে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে।