দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ৮ এপ্রিল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্প কলা একাডেমিতে এসে শেষ হয় । র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,সিভিল সার্জন ডাঃ মোঃ হুমায়ুন কবির ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন জাটকা ইলিশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। জাটকা ইলিশ বড় হলে একটি মাছের দাম অনেক বেশি হবে। জাটকা ইলিশ রক্ষার্থে সবাইকে সচেতন করতে হবে। বিশেষ অতিথি পুলিশ সুপার বলেন ছোট বেলায় হাটে ধান বিক্রি করে একটি ইলিশ মাছ কিনে আনতাম।তিনি আরো বলেন ছোটবেলায় একটা টিভিতে অ্যাড দিত বাত্তির রাজা ফিলিপ স মাছের রাজা ইলিশ। তাই ইলিশ মাছ রক্ষার্থে সবাইকে সচেতন হতে হবে।
এছাড়া গত ৭ই এপ্রিল উপজেলা পুকুরে জেলেদের নিয়ে এক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিন বিজয়ী জেলেকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল ।