14 July- 2025 ।। [bangla_date]


ধর্ম বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়কসহ নেতৃবৃন্দের অভিযোগ

দূরযাত্রা রিপোর্টঃ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা কাউন্সিল সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে দলের ভারপ্রাপ্তচেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছে জেলা বিএনপির আহ্বায়কসহ ৭২ সদস্য।অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে আসন্নকাউন্সিলে প্রভাব বিস্তার, স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা, প্রকাশ্য সমাবেশে জেলা বিএনপিরসদস্য সচিব ও তার মরহুম পিতার বিরুদ্ধে অশালিন কুরুচিপূর্ণ বক্তব্য এবং হুমকীর কথা উল্লেখকরা হয়েছে। ৪ মে অভিযোগটি কেন্দ্রীয় কার্যালয়েগ্রহন করা হয়েছে। এতে উল্লখ করা হয়েছে, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল গত ২৬ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নুর উপস্থিতিতে রাজাপুর ওকাঠালিয়া উপজেলায় সমাবেশ করেন। সমাবেশে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে কেন্দ্র থেকে বহিস্কৃতও পদস্থগিত নেতাদের নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম বিষয়ক সম্পাদক জামাল। এ সময় তিনিঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন ও তার মরহুমপিতার বিরুদ্ধে অশালিন কুরুচিপূর্ণ বক্তব্য এবং হুমকী দেন। আসন্ন বিএনপির কাউন্সিলে প্রভাববিস্তার ও স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে তিনি এ ধরনের আচরণ শুরু করেছেন বলে উল্লেখ করাহয়। অভিযোগে এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধেসাংগঠনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয় অভিযোগে।

এ বিষয়ে ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুলইসলাম জামাল বলেন, জেলার আহ্বায়ক ও সদস্য সচিব তাদের নিয়ন্ত্রিত ও বিতর্কিত লোকজন দিয়েবিএনপি চালাচ্ছে আমরা এদের বিরুদ্ধে সোচ্ছার হয়েছি। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কেন্দ্রেএকাধিক অভিযোগ দিয়েছি। সে সব অভিযোগ মোকাবেলা করতে তারা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
বিএনপির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতেই আমার বাড়ি দখলের কল্পকাহিনী সাজিয়ে প্রচার করানো হয়েছে -জীবা আমিন দাখিল পরীক্ষায় দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে আহত বেলাল পেল সরকারি সহায়তার চেক জনরোষে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন আলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান রিপন পলাতক অবৈধ ভাবে সুগন্ধা নদীর মাটি কাটায় ফোরষ্টার ইটবাটা মালিককে ১ লাখ টাকা জরিমান রাজাপুরে কৃষি প্রণোদনার মালামাল উধাও, কৃষকরা ক্ষুদ্ধ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের সচেতনতা কর্মসূচি পালন হাসিনা আমুর মুক্তির দাবিতে ঢাকায় যুবলীগের বিক্ষোভের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তাপদাহ থাকায় ঝালকাঠিতে পেয়ারার ফলন কম দাম বৃদ্ধির আশংকা ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ