1 July- 2025 ।। [bangla_date]


ঝালকাঠিতে কর্মশালা শেষে প্রধান অতিথি প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সনদপত্র দিচ্ছেন দৈনিক দূরযাত্রা সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশকে -দূরযাত্রা।

অপসাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাস যোগ্যতা নষ্ট করে -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

দূরযাত্রা রিপোর্টঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, আইন দ্বারা সব সমস্যার সমাধান করা যাবেনা। আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন হতে হবে। ভাল মন মানসিকতা নিয়ে এগোতে না পারলে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা বলার সময় অনেক কথাই বলি। কিন্তু কার্যকর করা হয় কম। তাই এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। তারা অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন। তাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মধ্য দিয়ে দেশকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কার্ডধারী সাংবাদিকতো অন্য দেশ থেকে আসেনি। যারা কার্ড দিয়েছে তারাতো এ দেশেরই লোক। যিনি কার্ড দিচ্ছেন তারতো একটা নিম্নতম দায়িত্ব বোধ থাকা উচিত। যাকে কার্ড দিচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা আদৌ আছে কিনা। এসব বিবেচনা করেই কার্ড দেয়া উচিত। অপ-সাংবাদিকতা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে, যা প্রতিরোধ করা জরুরি। অপসাংবাদিকতা সম্পর্কে জানতে ও বুঝতে হলে সাংবাদিকদের পড়াশোনা করতে হবে। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সঠিক, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনই সাংবাদিকদের মূল দায়িত্ব। এ বিষয়ে আইন ও নীতিমালা মেনে চলা উচিত। এসব নিয়ে কাজ করা হচ্ছে। প্রেসকাউন্সিল এ বিষয়ে কাজ করে যাচ্ছে। আশাকরি একটা নীতিমালার মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের নতুন যাত্রা শুরু হবে। অন্তত শুরুটা হোক। গতকাল ঝালকাঠি সার্কিট হাউজে বাংলাদেশ প্রেসকাউন্সিল আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধনে প্রেসকাউন্সিলের ভূমিকার কথা উল্লেখ করে প্রশ্নের উত্তর দেন।

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দুপুর ২ টায় প্রধান অতিথি এ কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান। সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিক ও প্রশাসনের সমন্বয়ে কাজ করে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেত হবে। পাশাপাশি সাংবাদিকতা পেশায় বিনয়ী, সততা, নিরপেক্ষতা এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে মেধাকে কাজে লাগাতে পারলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। তিনি বলেন, পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও অনেক ঝুকি নিয়ে কাজ করে থাকেন। তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষ হয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করলে এ পেশার প্রতি মানুষ আরো বেশি আস্থা রাখতে পারবে। কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর বস্তুনিষ্ট সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রনীত আচণবিধি প্রতিপালনের গুরুত্বের উপর বিস্তারিত আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। পরে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
জনরোষে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন আলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান রিপন পলাতক অবৈধ ভাবে সুগন্ধা নদীর মাটি কাটায় ফোরষ্টার ইটবাটা মালিককে ১ লাখ টাকা জরিমান রাজাপুরে কৃষি প্রণোদনার মালামাল উধাও, কৃষকরা ক্ষুদ্ধ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের সচেতনতা কর্মসূচি পালন হাসিনা আমুর মুক্তির দাবিতে ঢাকায় যুবলীগের বিক্ষোভের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তাপদাহ থাকায় ঝালকাঠিতে পেয়ারার ফলন কম দাম বৃদ্ধির আশংকা ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ ঝালকাঠির সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার ঝালকাঠিতে পুরোনো জেরে নারীর উপর হামলা নিরাপত্তাহীনতায় ভুক্তভুগী পরিবার পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক গ্রেফতার