30 July- 2025 ।। [bangla_date]


কাঁঠালিয়ায় পর্যটককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার বিচার চেয়ে মানববন্ধন

কাঠালিয়া(ঝালকাঠি)সংবাদাতাঃ কাঁঠালিয়া উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এক পর্যটককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।এই ঘটনায় অভিযুক্তকে বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধ এই অভিযোগ উঠেছে।
গত ১১ জুন দুপুরে ছৈলার চর ডিসি লেকের সামনের এ মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিশু সন্তানের সামনে এক পর্যটক অভিভাবককে এভাবে মারধর ও লুটপাটের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং আতংকের কারণ । দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। একইসঙ্গে ছৈলার চরসহ এলাকার পর্যটন স্পটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। প্রসঙ্গত, গত ৬ জুন বিকেলে আবু হাসান নামে এক পর্যটক তার দুই শিশু সন্তানকে নিয়ে ছৈলার চরে ভ্রমণে গেলে ছাত্রলীগের সাবেক সদস্য মো. অলিউল্লাহ আহাদ ও তার ভাগ্নে সায়েমের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা আবু হাসানের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং তাকে ব্যাপক মারধর করে। একই দলের সদস্যরা আবু হাসানের বড় ভাই হায়দার আলীকেও মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে হায়দার আলী আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবু হাসান, তার বড় বোন মাহমুদা বেগম, শিশু সন্তান আদিবা ও রুবায়েত সারাপ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া, সমাজসেবিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী হাবিব মিয়া, মিলন হাওলাদার, মহিবুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
বেপরোয়া গতির এক স্কুল শিক্ষার্থীর মোটরসাইকেল চাপায় নারীসহ আহত ৪ রাজাপুরে বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ‎ আদালত চত্তরে আসামী পক্ষের হাতুড়ির আঘাতে রক্তাক্ত সাক্ষী ‎ ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলায় বিদ্যুতায়িত হয়ে দুটি ছাগলের মৃত্যু ,আহত ৩ পথচারি শহীদ হৃদয়ের একটি ভাল ঘরের আশা পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে আছে ঝালকাঠিতে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতি পর্ষদ ডুমরিয়ার ২৫ বছরপূর্তি উৎসব উদযাপন খানাখন্দে ভরা ঝালকাঠি বাসস্ট্যান্ড যাত্রী ছাউনি টয়লেট সংকটে চরম ভোগান্তি যাত্রীদের ‘জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ঝালকাঠিতে শহীদদের স্মরণে বৃক্ষ রোপন ও গ্রাফিতি অঙ্কন গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা ভাঙচুর প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ বিক্ষোভ গনতন্ত্রের ইতিহাসে জুলাই আগষ্টের ভয়াভয় দমন-পীড়ন অন্ধকার অধ্যায় হয়ে থাকবে-জেলা প্রশাসক