1 July- 2025 ।। [bangla_date]


তাপদাহ থাকায় ঝালকাঠিতে পেয়ারার ফলন কম দাম বৃদ্ধির আশংকা

হাসনাইন তালুকদার দিবসঃ ঝালকাঠিঃ প্রচণ্ড রোদ ও তাপপ্রবাহে ফলন কমেছে পেয়ারার। প্রতি বছরের চেয়ে এবার ফলন কম হলেও ন্যায্য দামের আশায় বুক বেঁধেছেন চাষি ও বাগান মালিকরা। তবে আরৎদাররা বলছেন এবার পেয়ার দাম বিগত বছর গুলোর তুলনায় একটু বৃদ্ধি পাবে। ২৭ জুন ঝালকাঠির ভিমরুলীতে বাগান ঘুরে দেখা যায় পেয়ারা পরিপক্ব হয়ে বাজারে আসতে আরও ১৫ দিন সময় লাগবে। ওই সময়ে পাইকারদের হাকডাক ও পর্যটকদের উপচেপড়া ভিড়ে মুখরিত হবে ঐতিহ্যবাহী পেয়ারার রাজ্য ও ভিমরুলী গ্রামের ভাসমান পেয়ারার হাট।

চাষিরা জানান, এবার গাছগুলোতে দেরিতে ফুল এসেছে। বৃষ্টি না হওয়ায় সেই ফুল অনেকটাই ঝরে পড়েছে। আষাঢ় মাস শুরু হলেও এখনো পেয়ারা বিক্রির উপযোগী হতে আরও ১৫দিন সময় লাগবে। তাই বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

কৃষি বিভাগ, বাগান মালিক ও চাষিদের সাথে কথা বলে জানাগোলো ঝালকাঠি জেলার ১৩ গ্রামে ৩৫০ হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়। এসব এলাকার হাজার হাজার মানুষের কাছে পেয়ারা জীবিকার একমাত্র অবলম্বন। আষাঢ়-শ্রাবণের ভরা বর্ষায় এসব এলাকার নদী-খালজুড়ে পেয়ারার সমারোহ থাকে। তবে এ অঞ্চলে হিমাগার না থাকায় প্রতি বছরই নষ্ট হয়ে যায় মণ কে মণ পেয়ারা। বর্তমানে আমড়ার দাম চড়া থাকায় চাষিরা পেয়ারার থেকে আমড়া চাষে মনোযোগী হয়েছে বলেও জানান অনেক। কৃষক সুধির মালাকার বলেন,মাঘ-ফাল্গুন মাসে পেয়ারা গাছের গোড়া পরিষ্কার করে সার প্রয়োগ করতে হয়েছে। এরপরে কাদা মাটি দিয়ে গোড়া ঢেকে দিয়েছি। তাতে প্রতিটি গাছের গোড়ায় গড়ে তিনশোর বেশি টাকা ব্যয় হয়েছে। পেয়ারা গাছে যে পরিমাণ ফুল এসেছিল এ বছর বৃষ্টিপাত না হওয়ায় তা অনেকটাই ঝরে পড়েছে।

আরেক চাষি অমিতাব মন্ডল কৃষক বলেন, 'পানির ওপর ভাসমান হাটে বছরে কোটি টাকার লেনদেন হয় এ অঞ্চলে। এবার পেয়ারার ফলন কম হওয়ায় পাইকার আগমনসহ সবকিছুতেই একটা খারাপ প্রভাব পড়বে। আমাদের এই অঞ্চলে যদি একটি হিমাগার এবং জেলী তৈরির কারখানা থাকতো তাহলে পেয়ারাচাষি ও বাগান মালিকরা সাড়া বছর এই ব্যবসা নিয়ে থাকতে পারতো।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
অবৈধ ভাবে সুগন্ধা নদীর মাটি কাটায় ফোরষ্টার ইটবাটা মালিককে ১ লাখ টাকা জরিমান রাজাপুরে কৃষি প্রণোদনার মালামাল উধাও, কৃষকরা ক্ষুদ্ধ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের সচেতনতা কর্মসূচি পালন হাসিনা আমুর মুক্তির দাবিতে ঢাকায় যুবলীগের বিক্ষোভের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তাপদাহ থাকায় ঝালকাঠিতে পেয়ারার ফলন কম দাম বৃদ্ধির আশংকা ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ ঝালকাঠির সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার ঝালকাঠিতে পুরোনো জেরে নারীর উপর হামলা নিরাপত্তাহীনতায় ভুক্তভুগী পরিবার পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক গ্রেফতার নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন কথিত সাংবাদিক ওষুধ কোম্পানীর প্রতিনিধি মহসিন, থানায় অভিযোগ