দূরযাত্রা রিপোর্টঃ বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কীভাবে এড়াতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঝালকাঠি পৌরসভা।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই অভিযানে অংশ নিয়েছে ঝালকাঠি সিটি ক্লাব, বিডি ক্লিন, ক্লিন রিভার, ইয়ুথ একশন সোসাইটি, ভিবিডি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও গার্ল ইন রোভারসহ মোট নয়টি সংগঠনের তিন শতাধিক সদস্য। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌরসভা।