1 July- 2025 ।। [bangla_date]


রাজাপুরে কৃষি প্রণোদনার মালামাল উধাও, কৃষকরা ক্ষুদ্ধ

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা: সরকারি কাগজে বরাদ্দ থাকলেও বাস্তবে প্রান্তিক কৃষকরা কিছুই পাচ্ছেন না। এ যেন রাজাপুর উপজেলা কৃষি অফিসের নিয়মিত দৃশ্য। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচিতে বরাদ্দকৃত বিনামূল্যের সার, বীজ ও চারা চাষীরা না পেলেও উধাও হয়ে গেছে। রাজাপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ৪২০ জন কৃষককে উফশী আমনের বীজ ও সার, ১২০ জনকে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৮০ জনকে লেবুর চারা, ১৩০ জনকে আম চারা, ৫০০ জন কৃষক এবং ১২০টি প্রতিষ্ঠানে নারিকেল চারা এবং ৬৪টি কৃষক সংগঠনকে তাল চারা দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্যও বরাদ্দ ছিল নিম, বেল, জাম ও কাঁঠালের চারা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চারা, বীজ আর সার গেল কোথায়। কারা পেল। এটাই যেন চাষিদের নিয়তি!
রাজাপুরের বিভিন্ন গ্রামের কৃষক সাইদুর রহমান, কামাল হোসেন, সোহরাব হোসেন, মোকসেদ আলী হাওলাদারসহ অন্তত এক ডজন কৃষক ক্ষোভে ফেটে পড়ে বলেন সারা বছর মাঠে ঘাম ঝরাই, কিন্তু কৃষি অফিসে গেলে বলে ‘নাই’! তাহলে কারা পায় এই প্রণোদনা? আমরা কি কৃষক না। তারা জানান, ৫ থেকে ৮ বিঘা জমিতে ধান, তরমুজ, ডাল, শাকসবজি চাষ করেও কৃষি অফিসের কোনো সহায়তা পান না। এমনকি পরামর্শ চাইলে কেউ আসেন না, ফোন ধরেন না। বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা জানান।
ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে সরকারি প্রণোদনা বিতরণ করা হচ্ছে রাজনৈতিক, স্বজন ও সুবিধাভোগী মহলকে। অনেকে কৃষি না করেও বরাদ্দ নিচ্ছেন শুধুমাত্র পরিচয়েরজোরে। এদিকে চাষাবাদে নিঃস্ব কৃষকরা বর্ষা ও রবি মৌসুমে জোগাড় করতে পারছেন না প্রয়োজনীয় উপকরণ। রাজাপুরের কৃষক সমাজ বলছে, “সরকার কৃষিকে ডিজিটাল করছে, অথচ আমাদের প্রাপ্যটা পাচ্ছি না। তারা জোর দাবি জানান, এই প্রণোদনা বিতরণে দুর্নীতির তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক। কৃষকরা যদি বঞ্চিতই থাকে, তবে এই প্রণোদনার অর্থ শেষ পর্যন্ত কাদের পকেটে যায়—তা জনসমক্ষে আসা উচিত। সরকার যেখানে কৃষিকে এগিয়ে নিতে কোটি কোটি টাকা ব্যয় করছে, সেখানে রাজাপুরের মতো উপজেলা পর্যায়ে দুর্নীতি আর গাফিলতি পুরো কর্মসূচির উদ্দেশ্যকেই
প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতির দায় কেউ এড়িয়ে যেতে পারবে না—এখন দরকার নিরপেক্ষ তদন্ত ও কঠোর জবাবদিহি।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
অবৈধ ভাবে সুগন্ধা নদীর মাটি কাটায় ফোরষ্টার ইটবাটা মালিককে ১ লাখ টাকা জরিমান রাজাপুরে কৃষি প্রণোদনার মালামাল উধাও, কৃষকরা ক্ষুদ্ধ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের সচেতনতা কর্মসূচি পালন হাসিনা আমুর মুক্তির দাবিতে ঢাকায় যুবলীগের বিক্ষোভের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তাপদাহ থাকায় ঝালকাঠিতে পেয়ারার ফলন কম দাম বৃদ্ধির আশংকা ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ ঝালকাঠির সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার ঝালকাঠিতে পুরোনো জেরে নারীর উপর হামলা নিরাপত্তাহীনতায় ভুক্তভুগী পরিবার পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রীসহ প্রেমিক গ্রেফতার নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন কথিত সাংবাদিক ওষুধ কোম্পানীর প্রতিনিধি মহসিন, থানায় অভিযোগ