দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির এনএস কামিল মাদরাসা দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এবছর ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১ জন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদরাসায় এবার পাসের হার ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ। দেশের গড় ফলাফলে এনএস কামিল মাদরাসা সেরা বিবেচিত হয়েছে। পাসের হার ৯৯.৭৭ শতাংশ। এর মধ্যে ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়েছে। সাধারণ বিভাগে এ+ পেয়েছে ১১০ জন, বিজ্ঞান বিভাগে ১১৭ জন। এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চাতেও গুরুত্ব দেই। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ধর্মীয় ও সাধারণ শিক্ষায় সমানভাবে অগ্রগামী ভূমিকা রেখে চলেছে।
এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২১২ জন কৃতকার্য এবং ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন অংশ নিয়ে ২১২ জন পাস করে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদরাসা থেকে ৩৮ জনে পাস করেছে ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ১২৪ জন, তবে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮১ জন। জিপিএ-৫ নেই।