12 July- 2025 ।। [bangla_date]


দাখিল পরীক্ষায় দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির এনএস কামিল মাদরাসা দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে দেশসেরা হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এবছর ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১ জন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদরাসায় এবার পাসের হার ৯৯.৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ। দেশের গড় ফলাফলে এনএস কামিল মাদরাসা সেরা বিবেচিত হয়েছে। পাসের হার ৯৯.৭৭ শতাংশ। এর মধ্যে ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়েছে। সাধারণ বিভাগে এ+ পেয়েছে ১১০ জন, বিজ্ঞান বিভাগে ১১৭ জন। এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চাতেও গুরুত্ব দেই। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ধর্মীয় ও সাধারণ শিক্ষায় সমানভাবে অগ্রগামী ভূমিকা রেখে চলেছে।
এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২১২ জন কৃতকার্য এবং ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। ‎সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন অংশ নিয়ে ২১২ জন পাস করে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।
শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা থেকে ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদরাসা থেকে ৩৮ জনে পাস করেছে ৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ১২৪ জন, তবে উত্তীর্ণ হয়েছে মাত্র ৮১ জন। জিপিএ-৫ নেই।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
বিএনপির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতেই আমার বাড়ি দখলের কল্পকাহিনী সাজিয়ে প্রচার করানো হয়েছে -জীবা আমিন দাখিল পরীক্ষায় দেশসেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে আহত বেলাল পেল সরকারি সহায়তার চেক জনরোষে কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন আলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান রিপন পলাতক অবৈধ ভাবে সুগন্ধা নদীর মাটি কাটায় ফোরষ্টার ইটবাটা মালিককে ১ লাখ টাকা জরিমান রাজাপুরে কৃষি প্রণোদনার মালামাল উধাও, কৃষকরা ক্ষুদ্ধ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের সচেতনতা কর্মসূচি পালন হাসিনা আমুর মুক্তির দাবিতে ঢাকায় যুবলীগের বিক্ষোভের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ তাপদাহ থাকায় ঝালকাঠিতে পেয়ারার ফলন কম দাম বৃদ্ধির আশংকা ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ