দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, বৈষম্যের বিরুদ্ধে ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের জাতির যে সংগ্রাম আজও তারই পুনরাবৃত্তি ঘটছে। রাষ্ট্র যখন জনগণের কণ্ঠরোধ করে, তখন ইতিহাস জেগে ওঠে। ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনে যে ভয়াবহ দমন-পীড়ন চালানো হয়েছে, তা গণতন্ত্রের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই চেতনা ধরে রাখতে হলে প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও দায়বদ্ধতা গড়ে তুলতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরসহ আরো অনেকে। এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের পথ দেখিয়েছে। সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।