দূরযাত্রা রিপোর্টঃ গোপালগঞ্জে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) কেন্দ্রীয় নেতাদের গাড়ী বহরে হামলা পথরোধ, সভামঞ্চে ভাঙচুর, মাইক্রোফোন-সাউন্ড সিস্টেম লণ্ডভণ্ড এবং পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ঝালকাঠিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
১৬ জুলাই বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের কলেজ মোড় এলাকায় খুলনা বরিশাল মহাসড়কে বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে এবং রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও
ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে সভামঞ্চে হামলা চালায়, মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়। বিক্ষোভকারীরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি এই হামলার বিচার না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।