দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির কলেজ মোড় অতিথি কমিউনিটি সেন্টার হলরুমে সকাল ১০ ঘটিকায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাট্যকার ও শিক্ষাবিদ পঙ্কজ কুমার মন্ডল ও কবি গবেষক আল আমীন বাকলাই। সদর উপজেলা র জেলার ডুমরিয়ায় স্থাপিত “মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ” এর আয়োজনে ও কবিতাচক্র ঝালকাঠির সহযোগিতায় ২৫ বছর পূর্তিতে ঝালকাঠি জেলা ও জেলার বাহিরের ৫০জন কবি সাহিত্যিককে কবি কামিনী রায় সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ এর সভাপতি ও বিশিষ্ট নাট্যকার পঙ্কজ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক, গবেষক ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মু. আল আমীন বাকলাই। বিশেষ অতিথি ছিলেন কবি আনিসুর রহমান পলাশ, প্রধান শিক্ষক, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠি, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সহকারী অধ্যাপক, মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল, কবি মোঃ কামরুল ইসলাম, শিক্ষক, আশুতোষ সিকদার, সংগীত শিল্পী বাংলাদেশ বেতার, কবি মোঃ মনিরুজ্জামান মনির, আহবায়ক জাসাস ঝালকাঠি জেলা শাখা, কবি শিমুল সুলতানা হেপি, প্রধান শিক্ষক, কিত্তীপাশা স. প্রা. বিদ্যালয়, কবি ও গীতিকার জহিরুল ইসলাম বাদল, তারিন আহম্মেদ সিদ্দিকী, সমাজ কর্মী, কবি বিজন বেপারী, সাধারণ সম্পাদক মাতৃভাষা সাহিত্য সাংস্কৃতিক পর্ষদ, সাংবাদিক মানিক রায় প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন উদীচী ঝালকাঠির সভাপতি গোলাম সাঈদ খান, জাসাস সাধারণ সম্পাদক জারী সম্রাট আব্দুল গনি বয়াতির সুযোগ্য পুত্র বাদল বয়াতি, কবি ও উপস্থাপিকা হৈমন্তী ওঝা শুক্লা, কবি জিল্লুর রহমান জিল্লু, কবি নজরুল ইসলাম, কবি সুশান্ত বেপারী, কবি মারুফা খানম, কবি সংগীতা সমাদ্দার, শিল্পী, পঙ্কজ কুমার কবিরাজ, কবি শাহনাজ আক্তার মিলা, ডা. সঞ্জয় কুমার, কবি আমিনা খানম, সাবিনা ইয়াছমীন, আবুল কালাম আজাদ, সাংবাদিক আলমগীর শরীর,সংগীতা সমাদ্দার, সুজন বেপারী, কবি রবীন্দ্র নাথ মন্ডল , কবি ইজাজ আহমেদ রিপন, লিপিকা মিত্র, কবি চাঁদনী জাহান,কবি সাইফুল বারি, কামরুন নাহার বিশ্বাস, গ্রীন তালুকদার প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কবি শিমুল সুলতানা হেপি। অনুষ্ঠানে আয়োজিত প্রতিষ্ঠানের ২৫ বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা, কবি কামিনী রায় ও কবি জীবনানন্দ দাশ’র জীবনী নিয়ে
ব্যাপক আলোচনা ও সংগীত অনুষ্ঠান শেষে মাতৃভাষা সাহিত্য ও সাংস্কৃতিক পর্ষদ এর পক্ষ থেকে গুণী কবিদের ৫০ জনার মধ্যে কবি কামিনী রায় সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বরিশাল বেতারের সংগীতশিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। দুপুরের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।