দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি শহরের পদ্মা অয়েল কোম্পানি সড়কে লোহার খাম্বায় বিদ্যুৎ চলে আসায় সেখান থেকে যাবার সময় কজন মানুষ আহত হয়। ২৬ জুলাই বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে পদ্মা কোম্পানির গার্ড সুবল মজুমদার বিদ্যুৎ বিভাগের জরুরী লাইনম্যানকে ০১৭৬১৯৮৫৮৮২ এই নম্বরে বিষয়টি অবহিত করেন। এরপর কোম্পানীতে কর্তব্যরত আনছার সদস্যরা সড়কটির বন্ধ করে সাধারণ মানুষকে সতর্ক করে দেয়। কিন্তু বিকেল সারে চার টা পর্যন্ত বিদ্যুঃ বিভাগের কোনলোকজন না আসায় সেখানে আসা দুটি ছাগল বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থালেই মারা যায়। সন্ধ্যা পৌনে সাত টার সময় বিদ্যুৎতের লোক জন ছুটে আসেন লাইন মেরামতের জন্য। এতে জনগন ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি আটকে দেয়। এ বিষয়ে লাইনম্যান ফরিদ আহমেদ বলেন, আমাকে ফোন দিয়ে ছিল এখান থেকে। আমি অন্য জায়গায় কাজ করায় দেরি হয়েছে। এ প্রসঙ্গে ওয়েস্ট জোন বিভাগের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান বলেন, আমাকে সারে ছয়টার দিকে পদ্মা অয়েল থেকে ফোন দিয়ে বিষয়টি জানানোর সাথে সাথে আমি লাইন মেরামত জন্য লোক পাঠিয়েছি এবং লাইন বন্ধ করে দিয়েছি। তিন ঘন্টা পর কেন লাইন বন্ধ করা হলো জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা জানার সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি।