স্টাফ রিপোটারঃ ঝালকাঠি শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে মোটরসাইকেল চালক ও একজন রিকশাচালক।
২৭ জুলাই বিকেলে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড গতিতে আসা মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে ও একটি চলন্ত রিকশাকে ধাক্কা দেয়। এতে ওই নারী, রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়।
আহত নারী সন্ধ্যা মালো (৪৫) ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকার ওমেশ মালোর স্ত্রী। তাকে তাৎক্ষণিকভাবে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।