27 December- 2024 ।। [bangla_date]


ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান শহীদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন -দূরযাত্রা।

ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা শোক সভা

দূরযাত্রা রিপোর্টঃ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মরণ সভা শোক সভায় পরিনত হয়। জেলা প্রশাসনঝালকাঠির আয়োজনে শনিবার ৩০ নভেম্বর সকালে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় শহীদদের স্মৃতির কথা তুলে ধরেত গিয়ে স্বজনরা কান্নায় ভেঙ্গে পরেন। স্বৈরাচার হাসিনা সরকারের নির্মমতার শিকারে তাদের স্বজন হারোনোর বেদনা বলতে গিয়ে কষ্টে বুকের ভিতরের চাপা কান্না চেপে রাখতে পারেনি তারা। ফলে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। যার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এ দুমাসে নির্যাতন, হত্যা, গুম ও খুনের শিকার পরিবার গুলোর স্বজন হারোনো বেদনা কিছু সময়ের জন্য হলেও ভাগ করে নেন উপস্থিত অতিথিরা। ঝালকাঠি জেলায় জুলাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১০ জন শহিদ এবং ৩৩জন আহত হয় ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় , সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, জুলাই- আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারবর্গ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণ সভায় আহতরা তাদের আন্দোলন সংগ্রামের স্মৃতিচারন করেন এবং নিহত শহীদদের পরিবারের সদস্যরা তাদের নির্মম গণহত্যা পরবর্তী প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের এ ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভাশেষে আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
নলছিটিতে তিন জুয়ারি গ্রেপ্তার ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি প্রদান ঝালকাঠি প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক কাঠালিয়ার বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা টাকা ও স্বর্ণ লুট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বিএনপি নেতা জামাল বলেন যুদ্ধ না করেও আ’লীগ মুক্তিযুদ্ধের তালিকায় নাম দিয়ে সুবিধা নিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঝালকাঠির গাভায় বিএনপির জনসমাবেশ শেখ হাসিনা আমুসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে ঝালকাঠিতে ২ মামলা ঝালকাঠি সদর হাসপাতাল অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিছ ইয়াবা উদ্ধার ঝালকাঠিতে মহান বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত ২০১৮ সনে নলছিটিতে হামলার ঘটনায় থানায় দেয়া অভিযোগে জেবা খানের ক্ষোভ প্রকাশ