মানিক আচার্য, আদালত সংবাদদাতাঃ ইউনিসেফের সহয়তায় স্ট্রেংদেনিং অল্টারনেটিভ এন্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিল্ড্রেন ( এসএআরসি) প্রকল্পের আওতায় শিশু আইন-২০১৩ বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২ দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি যুগ্ন সচিব এস.এম এরশাদুল আলম তার বক্তব্যে শিশু বান্ধব বিচারের পরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
ঝালকাঠি জেলার লিগ্যাল এইড প্যানেল ভুক্ত আইনজীবী দের নিয়ে শনিবার জেলা ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল – জগন্নাথ মিলনায়তনে ৩০ নভেম্বর প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এস.এম এরশাদুল আলম। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোঃ রাহিবুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় অধিবেশন পরিচালনা করেন নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম এ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাসলিম জোহরা। স্বাগত বক্তব্য রাখেন সাইদুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাস্টিস ফর চিলড্রেন (এস আর সি) প্রকল্প। সভা সঞ্চালনা করেন জেলার লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সরকারি জজ এস এম মাহাফুজ আলম।
অনুষ্ঠানে আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্ট, অ্যাডভোকেট জহুরুল ইসলাম খোকন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট হাসান শিকদার, অ্যাডভোকেট শামীম আলম, অ্যাডভোকেট নাসির উদ্দিন, অ্যাডভোকেট মানিক আচার্য প্রমুখ।