4 December- 2024 ।। [bangla_date]


ভবন ও শিক্ষক সংকটে রাজাপুর নারিকেল বাড়িয়া জাফরাবাদ আলিম মাদরাসার পড়া লেখা ব্যাহত

কামরুজ্জামান সুইটঃ ঝালকাঠি ঝালকাঠি জেলার রাজাপুর  উপজেলার নারিকেল বাড়িয়া জাফরাবাদ আলিম মাদরাসার অবকাঠামো না থাকা ও শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

এ প্রতিষ্ঠানে শিক্ষার্থী তিন শতাধিক। তার মধ্যে ছাত্র ১১৪ ও ছাত্রী ১৭১ জন। শিক্ষক মোট ১৫ জন, যদিও থাকার কথা ২৮ জন। এমন চিত্রই দেখা গেছে এ অবস্থায় ক্লাস চালাতে হিমশিম খেতে হয় মাদরাসা কর্তৃপক্ষের। ৩১টি পদের মধ্যে ১৪টি শিক্ষকের পদই শূন্য।

শিক্ষক সংকটের মধ্যে কীভাবে পাঠদান চলছে জানতে চাইলে মাদারাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম নাছির উদ্দিন বলেন, ইংরেজি,  আরবি, গণিত, আইসিটি ও ভৌত বিজ্ঞান বিষয়ের ক্লাস চালাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন, আমিসহ প্রায় সকল শিক্ষকদের প্রতিদিন কমপক্ষে ৬/৭ টি ক্লাস নিতে হচ্ছে।

কোন কোন বিষয়ের শিক্ষক নেই-এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আরবি প্রভাষক, আইসিটি প্রভাষক, গণিত সহকারী শিক্ষক,  সহকারী শিক্ষক আইসিটি, ইবতেদায়ি জুনিয়র মৌলভী, সহকারী মৌলভী ৩জন, শিক্ষকসহ লাইব্রেরিয়ান পদ খালি আছে  আমাদের। এই পদের শিক্ষক খুবই দরকার মাদরাসার জন্য।

তিনি আরো বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে আমরা  চাহিদা দিয়েছি। কিন্তু কী কারণে চাহিদা অনুযায়ী শিক্ষক দিচ্ছে না সেটা আমি জানি না। আমি কয়েকবার রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। নবম শ্রেনীর শিক্ষার্থী লামিয়া জানায়, গরমে ক্লাস করতে আমাদের খুব অসুবিধা হয় এবং বৃষ্টির দিনে ক্লাসে বসাই যায় না বৃষ্টির পানি সব ক্লাসের মধ্যে আসে।

এলাকাবাসী ও মাদরাসার শিক্ষার্থীরা বলেন, আমাদের এলাকার এই মাদরাসাটা ঐতিহ্যবাহী একটা মাদরাসা কিন্তু এত বছরেও ভালো একটা ভবন না থাকায় এলাকার শিক্ষার্থীরা অন্য স্কুল মাদরাসায় গিয়ে পড়াশোনা করে। তাই আমরা সরকারের কাছে আবেদন করি যাতে একটা সুন্দর ভবন করে দেয় এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর করা খুব দরকার। এ বিষয় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম বলেছেন বলেন, গণিত ও আইসিটি শিক্ষক কম থাকার কারণে দিতে পারছে না। গত এপ্রিল মাসে আমরা চাহিদা আপডেট করেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে প্রচার করি কিন্তু বহুল প্রচারের পরেও আমরা কোনো আবেদন পাইনি।  ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন অবকাঠামো উন্নয়ন হলে আমদের ছাত্র/ছাত্রী বাড়বে সেই সাথে শিক্ষার মান উন্নয়ন হবে ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
কাঠালিয়ায় আইন বিষয়ে জনতার প্রশ্ন উত্তর পর্বে সমাধান দেন পুলিশ সুপার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিবুলের লাশ আদালতের নির্দেশে উত্তোলন ঝালকাঠিতে আলোচনা সভায় বক্তারা: অন্তর্ভুক্তি মূলক টেকস‌ই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে থাকবে প্রতিবন্ধী জনগন ঝালকাঠির নাগপাড়া গ্রামে বৃক্ষপ্রেমী ফরিদের ‘সুবজ সেবা পুষ্টি বাগান’ বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধে সড়ক অবরোধ বিক্ষোভ ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থায় রেজাউল করিমের মতবিনিময় সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ক্যাব ঝালকাঠির জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে সকল মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দেখবে -ডাঃ শফিকুর রহমান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাঠালিয়ায় প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের বিষপান